জামায়াতনেতা তাহেরের প্রতিদ্বন্দ্বী বিএনপির নবীন মুখ কামরুল হুদা
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের নবীন প্রার্থী কামরুল হুদা। এ আসনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা হবে।
কামরুল হুদা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি। এটা সংসদ নির্বাচনে তাঁর প্রথম প্রতিদ্বন্দ্বিতা।
এই আসনটিতে জামায়াতের প্রভাব বরাবরই দৃশ্যমান। ১৯৯৬ সালের নির্বাচন ছাড়া এই আসনে বিএনপি আর কখনও বিজয়ী হতে পারেনি। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আওয়ামী লীগের শক্ত ভোটব্যাংক থাকায় এবার এখানে লড়াই হবে হাড্ডাহাড্ডি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। গতকাল সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নাম ঘোষণা করেন। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।
কুমিল্লায় মোট ১১টি আসনের মধ্যে ৯টি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। কুমিল্লা কুমিল্লা-১ দাউদকান্দি মেঘনা খন্দকার মোশারফ হোসেন, কুমিল্লার দুই হোমনা তিতাস। এ আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়নি। কুমিল্লা-৩ মুরাদনগর আসনে নমিনেশন পেয়েছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৪ মনজুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫ জসীমউদ্দীন, কুমিল্লা-৬ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৭ প্রার্থী চূড়ান্ত হয়নি, কুমিল্লা-৮ জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৯ আবুল কালাম, কুমিল্লা-১০ আব্দুল গফুর ভুঁইয়া, কুমিল্লা-১১ কামরুল হুদা।

মাহফুজ নান্টু, কুমিল্লা