ভৈরবে স্কুলছাত্রী ‘অপহৃত’
কিশোরগঞ্জের ভৈরবে এক স্কুলছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে। ওই ছাত্রীর সহপাঠীরা জানিয়েছে, আজ সোমবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়ন থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা।
ছাত্রীর সহপাঠীরা জানায়, বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে বের হয়ে দুই যুবক ওই স্কুলছাত্রীকে জোর করে উঠিয়ে নিয়ে যায়। খবর পেয়ে স্কুলছাত্রীর বাবা ও স্বজনরা ঘটনাস্থলসহ স্কুলে ছুটে যান।
পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শেষে আজ সন্ধ্যায় ভৈরব থানায় অজ্ঞাত দুই ব্যক্তিকে অভিযুক্ত করে একটি অপহরণের অভিযোগ করেন মেয়েটির বাবা।
ছাত্রীর স্কুলের পক্ষ থেকে জানানো হয়, ওই ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ওসি বদরুল আলম তালুকদার জানান, থানায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে। অপহৃত মেয়েটিকে উদ্ধার ও অপহরণের সঙ্গে জড়িতদের আটকের জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।

মোস্তাফিজ আমিন, ভৈরব