ভোটের জেরে স্কুলশিক্ষকের ঘরে আগুন
মাদারীপুর সদর উপজেলায় এক স্কুলশিক্ষককের বাড়িতে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বাজারসংলগ্ন শিক্ষক মিজানুর রহমান খানের বাড়িতে এ ঘটনা ঘটে।
শিক্ষক মিজানুর রহমান খানের স্ত্রী শারমিন ইয়াসমিন শোভা অভিযোগ করে বলেন, ‘শত্রুতার জের ধরে আমাদের ঘরে আগুন দেওয়া হয়েছে। গত নির্বাচনে আমরা আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দিয়ে তাঁর নির্বাচন করি। এই নিয়ে এলাকায় আমাদের অনেক শত্রু তৈরি হয়ে গেছে। যারা আমাদের ঘরে পেট্রল দিয়ে আগুন দিয়েছে, তারা সম্পূর্ণ পরিকল্পিতভাবেই আগুন দিয়েছে।’
মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’
পুলিশ সূত্রে আরো জানা গেছে, মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান খানের বাড়ির পুরাতন বসতঘরটিতে মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে কে বা কারা পেট্রল দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়।
এ সময় বাড়ির দারোয়ান মজিবর রহমান আগুন দেখতে পেয়ে চিৎকার করলে বাড়ির লোকজন মাদারীপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।