ড. ইউনূসের দুর্নীতি আছে কিনা খতিয়ে দেখবে দুদক
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস যদি কোনো অনিয়ম বা দুর্নীতি করে থাকেন, তবে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান। আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেছেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘যদি আমরা সবাই মিলে দুর্নীতিবাজদের ঘৃণা করি, তাহলে তারা দুর্নীতি করতে আগ্রহ পাবে না। তাদের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হবে।’ দুর্নীতি দমনে রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষকে এ ব্যাপারে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।
সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিজয়নগর, পল্টন ও প্রেসক্লাব হয়ে আবার দুদক কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে দুদক কমিশনার নাসির উদ্দিন আহমেদ, সচিব মাকসুদুল হাসান খানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।