দুদকের মামলায় খালাস জয়নুল আবদিন ফারুক
 
সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় খালাস পেলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকা বিভাগীয় বিশেষ জজ এস এম জিয়াউর রহমান মামলায় আনা অভিযোগের দায় থেকে তাকে খালাস দেন।
রায়ে বিচারক বলেন, প্রসিকিউশন অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। ফলে আসামিকে মামলা থেকে খালাস দেওয়া হলো।
মামলার অভিযোগে বলা হয়, জয়নুল আবদিন ফারুক নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য থাকাকালীন ১৯৯৯ সালের ৯ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দুদকের পক্ষ থেকে তার পরিবারসহ সবার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়। ৪৫ দিন সময় পেয়েও এর মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি।
দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক আমিনুল ইসলাম ২০০০ সালের ১৯ জানুয়ারি মামলাটি দায়ের করেন।
২০০১ সালের ১৭ জুন ফারুকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক ইমদাদুল হক। ২০০৬ সালের ২৩ মার্চ তার বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচার শুরু হয়।
পরে এ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন আবেদন করেন ফারুক। ২০১০ সালের ১ মামলার কার্যক্রম পর স্থগিত করে রুল জারি করা হয়। দুদকের আবেদনের প্রেক্ষিতে ২০২৩ সালের ২ জানুয়ারি স্থগিতাদেশ বাতিল করে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। মামলা চলাকালে তিনজনের সাক্ষ্য নেওয়া হয়।

 
                   আদালত প্রতিবেদক
                                                  আদালত প্রতিবেদক
               
 
 
 
