মান্নার সুচিকিৎসার দাবি তাঁর স্ত্রীর
নাগরিক ঐক্যের আহ্বায়ক কারাবন্দী মাহমুদুর রহমান মান্নাকে সুচিকিৎসা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁর স্ত্রী মেহের নিগার। আজ রোববার সকালে গুলশানে নিজের বাসায় এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
মান্নাকে হাসপাতালে নেওয়ার মিথ্যা খবর প্রচার করা হয়েছে অভিযোগ করে মেহের নিগার বলেন, ‘তিনি হৃদরোগ, মেরুদণ্ডে ক্ষয় ও চোখের সমস্যাসহ বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছেন। আমরা এখনো জানতেই পারছি না তার কী অবস্থা, কখন এবং কোথায় তাঁকে নেওয়া হবে ট্রিটমেন্টের জন্য। আমরা বেশি ভয় পাচ্ছি তাঁর শারীরিক অবস্থা নিয়ে। চিকিৎসা না করে তাঁকে যেভাবে রাখা হচ্ছে, কোনো একটা দুর্ঘটনা ঘটতে তো সময় লাগবে না। সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, সুচিকিৎসার জন্য যা করতে হয় তা-ই যেন করে।’
পুলিশি রিমান্ডে শারীরিক ও মানসিক চাপে অসুস্থ মান্নাকে ঢাকা মেডিকেলে ভর্তির পর চিকিৎসকের পরামর্শ মেনে তাঁর শারীরিক পরীক্ষাগুলো করানো হয়নি বলেও অভিযোগ করেন মেহের নিগার।
সিটি করপোরেশন নির্বাচনে মান্না লড়বেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচনের চেয়ে তাঁর জীবন রক্ষা করা জরুরি।
গত ২৪ ফেব্রুয়ারি রাজধানীর বনানীর একটি বাসা থেকে নিখোঁজ হন মাহমুদুর রহমান মান্না। পরদিন তাঁকে ধানমণ্ডির স্টার কাবাবের গলি থেকে আটক করা হয়। একই দিন ফৌজদারি দণ্ডবিধির ১৩১ ধারায় গুলশান থানার উপপরিদর্শক সোহেল রানা মান্না এবং তাঁর সঙ্গে আলাপ করা অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে মান্নার বিরুদ্ধে সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়।

অনলাইন ডেস্ক