ভিক্ষু হত্যার ঘটনায় মামলা
বান্দরবানের বাইশারীতে বৌদ্ধভিক্ষুকে গলা কেটে হত্যার ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভিক্ষুর ছেলে চিংসাউ চাক আজ শনিবার সন্ধ্যায় এ হত্যা মামলা করেন।
এদিকে ভিক্ষু মংসই উর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখনো হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত বিষয়টি নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, কয়েকটি বিষয় মাথায় নিয়ে হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। পাহাড়িদের অভ্যন্তরীণ বিষয় এবং বহিরাগতদের সংশ্লিষ্টতা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। রহস্য উদঘাটনের আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
আজ ভোররাতের কোনো এক সময়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর চাকপাড়া বৌদ্ধ বিহারের (ক্যায়াং) প্রধান ভিক্ষু মংসই উকে (৭৮) গলা কেটে হত্যা করা হয়।
প্রায় দুই বছর আগে বৌদ্ধ ক্যায়াংটি প্রতিষ্ঠা পর থেকেই ক্যায়াংয়ের প্রধান ভিক্ষু হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
সকালে স্থানীয় পূজারিরা ভিক্ষুর জন্য খাবার নিয়ে বৌদ্ধ ক্যায়াংয়ে গেলে ভিক্ষুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ভিক্ষুর লাশ উদ্ধার করে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুনুর রশীদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশসহ বিজিবি এবং প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান