মিছিলের সময় পটুয়াখালীতে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/15/photo-1463315149.jpg)
পটুয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সদর কমিটির সভাপতি মজিবর রহমান টোটনসহ দলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।
দেশব্যাপী বিএনপির ডাকা কর্মসূচি চলাকালে আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের সার্কিট হাউসসংলগ্ন সুরাইয়া ভবনের সামনে মিছিল শুরু করলে তাঁদের গ্রেপ্তার করা হয়।
নাশকতার দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের কর্মসূচি দিয়েছিল দলটি।
স্থানীয় লোকজন জানায়, কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রব মিয়ার নেতৃত্বে মিছিল সমাবেশ পালন করতে শহরের বটতলায় জড়ো হন নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে ব্যানার নিয়ে মিছিল শুরু করলে পুলিশ নেতাকর্মীদের বাধা দেয় এবং ধাওয়া দিয়ে ধরপাকড় শুরু করে। পরে মিছিল থেকে তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করে। উপস্থিত অন্য নেতাকর্মীরা পুলিশের ধাওয়ায় পালিয়ে যান।
গ্রেপ্তার হওয়া অন্য দুই বিএনপি নেতা হলেন জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক এ টি এম মোজাম্মেল হোসেন তপন ও জেলা তাঁত ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক আবদুল লতিফ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আটক বিএনপির তিন নেতাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।