‘বাঁচান’, ইয়েমেন থেকে দুই বাংলাদেশির আবেদন
যুদ্ধ-আক্রান্ত ইয়েমেনের একটি হোটেলে আটকে পড়ে সাহায্যের আবেদন জানিয়েছেন দুজন বাংলাদেশি নাগরিক। তবে কুয়েতে বাংলাদেশের দূতাবাস জানিয়েছে, আটকে পড়া দুজন নিরাপদে আছেন।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আটকে পড়া দুজন হলেন প্রকৌশলী গোলাম মোস্তফা (৬০) ও মোহাম্মদ সিরাজুল হক।
সৌদি আরব ও তার জোট ইয়েমেনে হামলা শুরু করলে এ দুই বাংলাদেশি সানার সাহরান হোটেলে আটকা পড়েন।
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এস এম মাহবুবুল আলম ইউএনবিকে জানান, ওই দুই বাংলাদেশি ই-মেইল এবং টেলিফোনের মাধ্যমে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছেন। আজ রোববার উভয়েই কুয়েতে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন, তাঁরা ভালো আছেন।
তাঁদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রশ্ন করলে মাহবুবুল আলম জানান, সেখানে কত বাংলাদেশি আছেন, তা চিহ্নিত করার চেষ্টা করছেন তাঁরা।
আটক গোলাম মোস্তফা ওই দূতাবাস ছাড়াও সংবাদমাধ্যমে ই-মেইল করে জানান, তাঁরা বিভিন্ন হোটেলে আটক অবস্থায় আছেন এবং মুক্তির জন্য সাহায্য চান। মোস্তফার স্বজনরা সরকারকে এ ব্যাপারে কার্যকর ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ করেন। সংবাদমাধ্যমে পাঠানো ই-মেইলে গোলাম মোস্তফা লেখেন, ‘আমি একজন বাংলাদেশি নাগরিক। পেশায় একজন প্রকৌশলী। ইয়েমেনে যুদ্ধের কারণে আমি বিপদের মধ্যে আছি। বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি আমাকে এখান থেকে বাঁচান।’
ইয়েমেনে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। ইয়েমেনে শিয়া হুতি বিদ্রোহীদের দমনে কয়েকদিন ধরে সৌদি আরবের নেতৃত্বে সামরিক অভিযান চলছে।

অনলাইন ডেস্ক