মাদারীপুরে নারী-পুরুষের লাশ উদ্ধার
মাদারীপুরে সদর ও কালকিনি উপজেলায় পৃথক ঘটনায় দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন মাহবুবুর রহমান মিন্টু মুন্সি (৫০) ও রেকসোনা বেগম (৩৫)।
নিহত মিন্টুর বাড়ি সদর উপজেলার পূর্বরাস্তি গ্রামে। নিহতের ঘটনায় তাসলিমা বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদরের ২ নম্বর শকুনী এলাকার ইতালিপ্রবাসী সেলিম মুন্সির স্ত্রী তাসলিমা বেগমের সঙ্গে মিন্টুর সম্পর্ক ছিল। তাসলিমার বাসায় নিয়মিত যাতায়াত ছিল মিন্টুর। আজ মঙ্গলবার সকালে টুবিয়া বাজার থেকে মিন্টুর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা, পরকীয়া সম্পর্ক বা অর্থ লেনদেন নিয়ে খুন হতে পারেন মিন্টু।
মিন্টুর চাচা মোদাচ্ছের মুন্সি জানান, মিন্টু সুদের ব্যবসা করতেন। সুদের টাকার লেনদেন ছিল তাসলিমার সঙ্গে। এই ঘটনার জের ধরে মিন্টু খুন হতে পারেন বলে তিনি ধারণা করছেন।
আটক তাসলিমা বেগম বলেন, ‘গত রাতে আমার বাসায় এসেছিল। এরপর কী হয়েছে আমি জানি না।’ তিনি জানান, মিন্টুর কাছ থেকে ১৬ লাখ টাকা ঋণ নিয়েছিলেন তিনি। সুদে-আসলে ২৫ লাখ টাকা পরিশোধ করেছেন বলে দাবি করেন তিনি।
মাদারীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, নিহতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এ ছাড়া কালকিনি উপজেলার ডাসার থানার বালিগ্রাম এলাকায় রেকসোনা বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই এলাকার উত্তর বাগুরিয়া গ্রামের একটি বাগান থেকে সোমবার রাতে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ রেকসোনা পাশের বালিগ্রামের জয়নাল ঢালীর স্ত্রী।
এ ব্যাপারে ডাসার থানার উপপরিদর্শক (এসআই) আশফাকুজ্জামান বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তাঁর মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।’

এম. আর. মুর্তজা, মাদারীপুর