উপকূলে রোয়ানুর দুর্বল আঘাত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/21/photo-1463798139.jpg)
উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে উপকূলজুড়ে আঘাত হানা শুরু করেছে রোয়ানু। তবে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত আঘাতের শক্তিকে দুর্বল করে দিয়েছে।
পটুয়াখালীর কলাপাড়া রাডার স্টেশন কর্তৃপক্ষ জানায়, গতকাল দিবাগত রাত দেড়টা থেকে ৩টা পর্যন্ত মাত্র দেড় ঘণ্টায় পটুয়াখালীতে ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যে কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে উপকূলবাসী।
কলাপাড়া রাডার স্টেশনের কর্মকর্তা প্রকৌশলী প্রদীপ চক্রবর্তী জানান, ঘূর্ণিঝড় রোয়ানুর ব্যাপ্তি ছিল দুটি বাংলাদেশের সমান আকৃতির। সাগরের উপরি ও নিম্নভাগে অবস্থান নেয় রোয়ানু। অতি বৃষ্টিই বড় ধরনের বিপর্যয় থেকে উপকূলকে রক্ষা করেছে।
প্রদীপ চক্রবর্তী আরো জানান, বাংলাদেশের সর্বত্র আঘাত অব্যাহত রেখেছে রোয়ানু। তবে তা অত্যন্ত দুর্বল হয়ে আঘাত হানছে। ঘূর্ণিঘড়টির আংশিক অংশ আজ ভোর ৫টা পর্যস্ত পায়রা সমুদ্র বন্দর থেকে ১৫০ কিলোমিটার দূরে দুর্বল হয়ে অবস্থান করছে। যে কারণে দমকা হাওয়া ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
এ কর্মকর্তা আরো জানান, আজ শনিবার বেলা ১১টার দিকে পায়রা সমুদ্র বন্দর এলাকা ত্যাগ করে রোয়ানুর গতিপথ বার্মা ও ভারতের আসামের দিকে যাবে।
এদিকে রোয়ানুর আঘাতে পটুয়াখালীর রাঙ্গাবালী ও গলাচিপার বিচ্ছিন্ন কয়েকটি বেড়িবাঁধবিহীন চরে বেশকিছু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। এসব চরে জোয়ারের পানি প্রবেশ করায় চরবাসী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।