ঝিনাইদহে পানের বরজ পুড়ে কোটি টাকার ক্ষতি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়পাড়া ও ঘোষপাড়ায় আগুন লেগে পুড়ে গেছে অন্তত ৫০ বিঘা পানের বরজ। আজ সোমবার বিকেল ৪টার দিকে এ আগুন লাগে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এতে কমপক্ষে ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেছেন তাঁরা।
কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানোয়ার হোসেন মোল্লা এনটিভি অনলাইনকে জানান, উপজেলার রায়পাড়া-ঘোষপাড়া গ্রামের মাঠে এই আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে পানের বরজে। এতে গ্রামের ৩০ জন কৃষকের ৫০ বিঘা বরজ পুড়ে যায়।
ইউএনও আরো জানান, আগুনের খবর পেয়ে ঝিনাইদহ, কালীগঞ্জ ও কোটচাঁদপুরের দমকল বাহিনী ঘটনাস্থলে যান। দুই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।