কুষ্টিয়ায় ব্যবসায়ী হত্যায় চারজনের মৃত্যুদণ্ডাদেশ
কুষ্টিয়া শহরের ব্যবসায়ী আলমগীর হোসেন হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ দণ্ডাদেশ দেন।
আদালতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তিন আসামি উপস্থিত ছিলেন। তাঁরা হলেন—কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার হাসান ওরফে মাইকেল (২০), সালমান (১৯), রাজারহাট এলাকার রাহাতুজ্জামান ওরফে সাইমন (২২)।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া অপর আসামি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকার শ্রী নিশিকান্ত ঘোষ ওরফে আকাশ (১৯) পলাতক।
এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী মামলার বিবরণের বরাত দিয়ে বলেন, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে কুষ্টিয়ার এনএস রোডে ১৫৪ নম্বর বাসার তৃতীয় তলার একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ী আলমগীর হোসেনকে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন সকাল ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পিপি আরো জানান, এ ঘটনায় নিহত আলমগীর হোসেনের ছোট ভাই জাহাঙ্গীর আলম কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় চাঁদার দাবিতে হত্যার দায়ে ওই চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে পুলিশ।
দীর্ঘ বিচারকাজ শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। আজ চার আসামিকেই ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।
মামলার এ রায়ে বাদী ও নিহতের পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছে। তবে আসামিপক্ষের আইনজীবী নিজামুল হক চুন্নু এ রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া