মংলা-ঘষিয়াখালী চ্যানেলের বাঁধ অপসারণ ও খননকাজ শুরু
মংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেলের শাখা খালের অবৈধ বাঁধ অপসারণের কাজ শুরু করেছে প্রশাসন। ছবি : এনটিভি
মংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেল সব সময় সচল রাখার লক্ষ্যে এর সঙ্গে সংযোগকারী সব শাখা-উপশাখা খালের অবৈধ বাঁধ অপসারণ ও খননকাজ শুরু হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে দ্বিতীয় দফায় এ এলাকায় বাঁধ অপসারণ শুরু করেছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী প্রিন্সের নেতৃত্বে মংলার কুমারখালী খালের অবৈধ বাঁধ অপসারণ করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে এ চ্যানেলটি সচল রাখার জন্য প্রথম দফায় ১৮টি খালের বাধ অপসারণ করা হয়। এবার দ্বিতীয় দফায় চ্যানেলটির সব সংযোগ বাঁধ অপসারণসহ খননকাজ চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আবু হোসাইন সুমন, মোংলা