২৯ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/01/photo-1427902537.jpg)
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলার ২৯ জন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার সকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে এ নির্দেশ দিয়েছেন।
জেলা আদালতের জিআরও মাহবুবুর রহমান এনটিভি অনলাইনকে জানান, আজ বুধবার সকাল সাড়ে ১১টায় ফেনী কারাগার থেকে একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত ২৯ আসামিকে ফেনী আদালতে হাজির করা হয়। এরপর আসামিপক্ষের জামিন আবেদন করে। আদালত তা নামঞ্জুর করে তাদের সবাইকে জেলে পাঠানোর আদেশ দেন। আগামী ২২ এপ্রিল মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
গত বছরের ২০ মে ফেনী সদরের একাডেমি এলাকার তৎকালীন বিলাসী সিনেমা হলের সামনে একরামুল হক একরামকে কুপিয়ে, গুলি করে ও গাড়িতে আগুন দিয়ে হত্যা করা হয়। এ হত্যা মামলায় গত বছরের ২৮ আগস্ট ৫৬ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
অভিযোগপত্রভুক্ত ৫৬ জনের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়কসহ ৩১ জন এখন কারাগারে আছেন। এ ছাড়া এ হত্যা মামলায় ২২ জন পলাতক এবং এজাহারভুক্ত তিন আসামি উচ্চ আদালতের আদেশে জামিনে রয়েছেন। এ ছাড়া মামলার অপর এক আসামি বিএনপির জেলা তাঁতী দলের আহ্বায়ক মাহতাব উদ্দিন চৌধুরী মিনার গ্রেপ্তার অবস্থায় ঢাকা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে এই হত্যা মামলার দুই আসামি। এ জন্য তাদের আজ আদালতে নেওয়া হয়নি। এ বিষয়ে ফেনী কারাগারের জেলার শংকর মজুমদার জানান, একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি জাহিদ হোসেন ভূঞা ও আরমান হোসেন কাউসার ফেনী কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এরা দুজন ছাগলনাইয়া সরকারি কলেজের ছাত্র।