মানিকগঞ্জে জাল স্ট্যাম্প ও সরঞ্জামসহ আটক ২

মানিকগঞ্জে প্রায় ২২ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্প ও সরঞ্জামসহ দুজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাতে শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন ওই এলাকার মো. আনোয়ার হোসেন ওরফে ইউনুস (৪০) ও সরুপাই গ্রামের মো. রাকিব বিশ্বাস (১৯)।
জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, ইউনুস ও তাঁর সহযোগী রাকিব জাল স্ট্যাম্প তৈরি করছে—এ খবরের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৮টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল ইউনুসের বাড়িতে অভিযান চালায়। সেখানে ১০ টাকা মূল্যের দুই হাজার ২০০টি, দুই ও চার টাকা মূল্যের বেশ কিছু জাল স্ট্যাম্প এবং এসব তৈরির বিভিন্ন ধরনের সরঞ্জাম পাওয়া যায়। জাল স্ট্যাম্প ও সরঞ্জামগুলো জব্দ করে ওই দুজনকে আটক করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান সালাম।