বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
‘অটিজম সচেতনতা থেকে সক্রিয়তা, একীভূত সমাজ গঠনে শুভ বারতা’ এই স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সারা দেশে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধি ও প্রতিবেদকদের পাঠানো খবর :
জাহিদুর রহমান, সাভার : সাভারে সিআরপির শিশু বিভাগের অকুপেশনাল থেরাপি বিভাগ এবং বাংলাদেশ ও কুইন্স ইউনিভার্সিটি কানাডার প্রকল্প অ্যাকসেস টু হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল ডিজঅ্যাবল চিলড্রেন অ্যান্ড ইয়ুথের (অ্যাহেড) যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। সিআরপির প্রতিষ্ঠাতা ড. ভেলরি এ টেইলর আজ সকালে দিবসটির শুভসূচনা করেন।
পরে এক অনুষ্ঠানে ভেলরি বলেন, বর্তমানে যেসব সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে অকুপেশনাল থেরাপি চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে, তার মধ্যে সিআরপি অন্যতম। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম পুনর্বাসনকেন্দ্র, যার প্রধান শাখা সাভারে।
দিনটি উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির সঙ্গে বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভেলরি ছাড়াও র্যালিতে শিশু বিভাগের অকুপেশনাল থেরাপিস্ট, অটিজমে আক্রান্ত শিশু ও তাদের মায়েরা এবং সিআরপিতে কর্মরত বিভিন্ন পেশার কর্মীরা অংশ নেন। এ সময় অ্যাহেডের পরিচালক বেথ রিচআন অটিজমে আক্রান্ত শিশুদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন।
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট : সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুর রহিম, জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ প্রমুখ।
কাকন রেজা, শেরপুর : সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মেহেদুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক হায়দর আলী। সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অটিজম বিষয়ে মূল প্রবন্ধ পড়েন কলাম লেখক ও প্রতিবন্ধী বিশ্লেষক মাহবুবুর রহমান।
অসীম মন্ডল, সিরাজগঞ্জ : জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত একটি র্যালি কালেক্টরেট চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কালেক্টরেট চত্বর গিয়ে শেষ হয়। র্যালি-পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তন্ময় দাস, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল বকুল, বেলকুচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল হামিদ, জেলা রেজিস্ট্রার রেজাউল করিম চৌধুরী, প্রতিবন্ধী কল্যাণ সংস্থা স্পন্দনের সভাপতি আল আমিন হোসেন ও এডিডির প্রোগ্রাম অফিসার জসিম উদ্দিন।
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর : সকাল ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে থেকে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান, জেলা সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দক, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আলহাজ আশকার আলীসহ জেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও প্রতিবন্ধীরা র্যালিতে অংশ নেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনলাইন ডেস্ক