১৮ পেট্রলবোমাসহ সাত ‘শিবিরকর্মী’ আটক
চট্টগ্রামের হাটহাজারীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। তারা ছাত্রশিবিরের নেতা-কর্মী বলে পুলিশ জানিয়েছে। তাদের কাছ থেকে ১৮টি পেট্রলবোমা জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হাটহাজারী থানা মিলনায়তনে জব্দ করা নাশকতার সরঞ্জাম সাংবাদিকদের দেখানো হয়।
জেলা পুলিশ সুপার কে এম হাফিজ আকতার বলেন, গত ২১ জানুয়ারি হাটহাজারীর ইছাপুরে ট্রাকে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রথমে সাবেক শিবির সভাপতি ওমর ফারুককে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি ছয় শিবিরকর্মীকে আটক করা হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল জানান, আজ ভোরে মেখল রোডের শায়েস্তা খাঁপাড়ার একটি ভবন থেকে ১৮টি পেট্রলবোমা, ১২০টি চকলেট বোমা, যানবাহন বিকল করার সরঞ্জাম, মারবেল , গুলতি ও বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি মোটরসাইকেল ও একটি ল্যাপটপও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মঈন উদ্দিন (২৪), নজরুল ইসলাম (২১), সুজাত হোসেন (২৩), মাহামুদুল হাসান (২৪), আবদুল মালেক (১৯) ও খায়রুল আমিন (২৩)। এর মধ্যে নজরুল, সুজাত ও মাহামুদুল হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের ছাত্র বলে জানায় পুলিশ।
তদন্ত কর্মকর্তা আনিছ আল মাহামুদ জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে।