বিকল্প পথ না করেই সেতু নির্মাণ, এলাকাবাসীর ক্ষোভ
মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর হাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি সেতু নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, সেতু নির্মাণ কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সেখানে কোনো বিকল্প সড়ক (ডাইভারশন) নির্মাণ করেনি। ফলে এলাকার মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।
ভুক্তভোগী ব্যবসায়ী ও গ্রামবাসী জানায়, ৭৪ লাখ টাকা ব্যয়ে গোপালপুর খালে হাট সংলগ্ন একটি সেতু নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ভূইয়া অ্যান্ড কনস্টাকশন। কিন্তু নির্মাণকাজ শুরু করা হলেও সাধারণ মানুষের যাতায়াতের জন্য কোনো বিকল্প সড়ক তৈরি না করায় চরম দুর্ভোগের শিকার হতে হয় হাটের ব্যবসায়ী, ক্রেতা ও স্কুল-মাদ্রাসায় পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের।
তবে উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. মোশাররফ হোসেন বলেন, ‘ডাইভারসন ছিল কিন্তু খালে পানি বৃদ্ধি পাওয়ায় তা তলিয়ে গেছে। এখন ঠিকাদারকে বিকল্প কিছু ব্যবস্থা নিতে বলেছি।’
গোপালপুর হাটের ব্যবসায়ী মো. শিপন মিয়া, সোহেল তালুকদার, ইলিয়াস শেখ, আ. রাজ্জাক তালুকদার, মো. জহির বেপারী, মো. আবুল হোসেন, মহসিন হাওলাদার, গ্রামবাসী আরজু হাসান মানিক, রুবেল তালুকদার, নান্নু তালুকদার, হানিফ তালুকদার, আমির ঘরামি, আরজ আলী, আলিম তালুকদারসহ ৩০-৪০জন ভুক্তভোগী এ ব্যাপারে এনটিভির কাছে ক্ষোভ প্রকাশ করে।
ব্যবসায়ী ও গ্রামবাসী অভিযোগ করে বলে, ‘সেতু নির্মাণ করতে আসলে আমরা প্রথমে বিকল্প সড়ক নির্মাণের দাবি জানাই। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. মোশাররফ হোসেন এ দাবি আমলে নেননি। তাঁরা কাজ শুরু করে দেন।’ এতে এখানকার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। আর কাজও করা হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে। ফলে এর তদন্তের দাবি জানায় তারা।