ব্যাটারিচালিত রিকশাচালকদের আগারগাঁও মোড় অবরোধ, যানজট
রাজধানীর বেশ কয়েকটি স্থানের পাশাপাশি আগারগাঁও মোড়ে অবস্থান নিয়ে আজ সোমবারও বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। এ কারণে আগারগাঁও চৌরাস্তার চারপাশের সড়কগুলোয় তীব্র যানজট দেখা দিয়েছে।
রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে ষষ্ঠ দিনের মতো সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন চালকরা।
বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম জানান, আগারগাঁও মেট্রো স্টেশনের কাছে সড়কের দুই পাশ আটকে অবস্থান করছেন রিকশাচালকরা। তাতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজট তৈরি হয়েছে। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।’
প্রত্যক্ষদর্শী সূত্র ও সরেজমিনে গিয়ে দেখা যায়, আজ বেলা সাড়ে ১০টা থেকে আন্দোলনকারীরা আগারগাঁও মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কে অবস্থান নেন। এ সময় বিক্ষোভকারীদের অনেকে সড়কের মাঝখানে শুয়ে পড়েন। এ কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১টা পর্যন্ত সড়ক আটকে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ চলছিল।
এসময় ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবি জানান তারা। এর আগে গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর পর থেকে আন্দোলনে নামেন বিক্ষুব্ধ রিকশাচালকেরা।
গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক এবং মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেন রিকশাচালকেরা। গতকাল রোববার রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ী ও জাতীয় প্রেসক্লাব এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা।