ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা
ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে এ মামলা করা হয়।
এ বিষয়ে পল্টন থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রকিবুল হাসান বলেন, ওসমান হাদীকে হত্যার চেষ্টার ঘটনায় পল্টন থানায় গতকাল রোববার রাতে মামলা হয়েছে। আমরা এখনও মামলার এজাহার দেখিনি। ওসি স্যারের কাছে আছে। তিনি ভোরে ডিউটি থেকে বাসায় ফিরেছেন। তিনি থানায় এলে পরে আপনাদের বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন : হাদির বিদেশে চিকিৎসা : অর্ধকোটি টাকায় এয়ারক্রাফট ভাড়া করেছে ইনকিলাব মঞ্চ ও পরিবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। মোটরসাইকেলে থাকা আততায়ী তাকে গুলি করে মোটরসাইকেলে করেই পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। তাকে এয়ারঅ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।
ওসমান হাদিকে গুলির ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন সীমান্ত দিয়ে লোক পারাপারে জড়িত সন্দেহে আটক সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিম, হত্যাচেষ্টায় ব্যবহৃত মটরসাইকেলের মালিক সন্দেহে আটক মো. আব্দুল হান্নান এবং হত্যাচেষ্টার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়া।
আরও পড়ুন : ওসমান হাদিকে গুলি : ফয়সলের স্ত্রী-শ্যালকসহ আটক ৩
এ ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে পুলিশকে অবহিত করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক