ওসমান হাদিকে গুলি : ফয়সলের স্ত্রী-শ্যালকসহ আটক ৩
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী ও শ্যালকসহ তিনজনকে আটক করেছে র্যাব। তবে ফয়সল করিমের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে র্যাব সদরদপ্তরের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, উসমান হাদিকে হত্যাচেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই ও ইলেকট্রনিক ডিভাইসহ তিনজন ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফয়সলের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে আটক করা হয়েছে বলে র্যাবের সদরদপ্তরের গণমাধ্যম শাখার একটি সূত্র বলছে, আটক ব্যক্তিরা হলেন- ফয়সলের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়া। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের তিনজনকে আটক করা হয়।
উসমান হাদি হত্যাচেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষরকৃত বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইসহ তিনজন সন্দিগ্ধ ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করেছে র্যাব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। মোটরসাইকেলে থাকা আততায়ী তাকে গুলি করে মোটরসাইকেলে করেই পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। আগামীকাল তাকে এয়ারঅ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।
ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে ইতোমধ্যে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তারা হলেন–ফয়সল করিম মাসুদ ও মো. আলমগীর শেখ।
রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এন নজরুল ইসলাম জানান, ইতোমধ্যে শেরপুরের নালিতাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপারে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন–সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিম। এছাড়া র্যাব কর্তৃক সন্দেহভাজন মো. আব্দুল হান্নান নামক আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে এবং হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে পুলিশকে অবহিত করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

নিজস্ব প্রতিবেদক