মেহেরপুরে পুলিশের অভিযানে আটক ২০

মেহেরপুরের তিনটি থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার ভোররাত পর্যন্ত তাঁদের আটক করা হয়।
পুলিশের ভাষ্য, মেহেরপুর সদর থানা এলাকায় ছয়জন, গাংনী থানা থেকে আটজন, মুজিবনগর থানা থেকে চারজনকে আটক করা হয়। এ ছাড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা দুজনকে আটক করে।
মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মুস্তাফিজুর রহমান বলেন, আটক ২০ জনের মধ্যে কয়েকজন নাশকতার, কয়েকজন ডাকাতি মামলার আসামি। বাকিদের ১৫১ ধারায় আটক করা হয়েছে। তিনি বলেন, আটক আসামিদের আাদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।