পদ্মায় লঞ্চের পাশে বজ্রপাত, যাত্রীর মৃত্যু
কাওরাকান্দি-শিমুলিয়া নৌপথের পদ্মা নদীতে একটি লঞ্চের পাশে আজ শনিবার দুপুরে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বজ্রপাতের শব্দ ও আতঙ্কে লঞ্চের ছাদে দাঁড়িয়ে থাকা এক যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন।
নিহত যাত্রীর নাম ফয়সাল সরদার (১৮)। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের নয়ন সরদারের ছেলে।
পুলিশ ও ঘাট সূত্রে জানা যায়, আজ দুপুরে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মাদারীপুরের শিবচরের কাওরাকান্দি ঘাটের উদ্দেশে যাত্রীবোঝাই মকবুল লঞ্চটি ছেড়ে আসে। লঞ্চটি কাঁঠালবাড়ি ঘাট এলাকায় এলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাশেই লঞ্চের ছাদে দাঁড়িয়ে থাকা যাত্রী ফয়সাল সরদারের মৃত্যু হয়। আহত হন লঞ্চের আরেক যাত্রী। এ ঘটনার পর হতাহত দুজনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন।
হাসপাতালের চিকিৎসক ডা. সাবিয়া তাসনিম মুনমুন জানান, বজ্রপাত সরাসরি লঞ্চের ওপর পড়েনি। বজ্রপাতের বিকট শব্দ শুনে ও আতঙ্কে একজনের মৃত্যু হয়েছে। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।