মাদারীপুরে ইউপি জনপ্রতিনিধিদের সঙ্গে সাংসদের মতবিনিময়
মাদারীপুরের শিবচরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত নারী সদস্যদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংসদ সদস্য নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সব সময় দল ও মতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আহ্বান জানান।
আজ শনিবার বিকেলে শিবচর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে উপজেলার অনুষ্ঠিত এ সভায় ১৯টি ইউনিয়নের নবনির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে সেখানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। তাই সব সময় জনগণের পাশে থাকবেন। যে দায়িত্ব আপনাদের দেওয়া হয়েছে দল ও মতের ঊর্ধ্বে অবস্থান নিয়ে সে দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।’
এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন ছুটি, মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামালউদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক মিয়াজুদ্দিন খান, পুলিশ সুপার সরোয়ার হোসেন, শিবচর উপজেলার চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জ্যেষ্ঠ সহসভাপতি মুনির চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান আহমেদ, পৌর মেয়র আওলাদ হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।