নির্বাচনে সবার সমান সুযোগ : স্বাস্থ্যমন্ত্রী
আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না; বরং সবার জন্য সমান সুযোগ ভোটের লড়াইয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। উৎসবমুখর পরিবেশেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলেও মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।
রোববার দুপুরে যশোর মেডিকেল কলেজের একাডেমিক ভবন পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এর আগে কলেজের সম্মেলন কক্ষে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও কলেজের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘সমান সুযোগ নিয়েই নির্বাচন হবে, ইনশাআল্লাহ। আপনারা নিজেরাও দেখছেন, নির্বাচন কমিশন অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ। এর আগেও যে কটি সিটি করপোরেশন নির্বাচন হয়েছে, এই কথাগুলো সব সময় বলা হয়, সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সরকার কোনো জায়গায় হস্তক্ষেপ করেনি। এবারও হস্তক্ষেপ করা হবে না। ঢাকা ও চট্টগ্রামে অত্যন্ত উৎসাহের সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণ যে রায় দেবে, সবাই সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি।’
২০ দলের নেতাকর্মীদের পুলিশ হয়রানি ও আটক করছে—বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, ‘এগুলো সব সময়ই বলে তারা। অপরাধ তারাই করছে। পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করছে। হরতাল-অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করেছিল তারা। ব্যর্থ হয়েছে। কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই মামলা হবে। এর সঙ্গে সিটি করপোরেশন নির্বাচনের কোনো সম্পর্ক নেই।’
এ সময় সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ এ এইচ এম মাহবুব-উল মওলা চৌধুরী উপস্থিত ছিলেন।