গোপালগঞ্জে গ্রাম পুলিশের বিরুদ্ধে মানববন্ধন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/06/photo-1428315186.jpg)
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ সোমবার মানববন্ধন করে কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের লোকজন। ছবি : এনটিভি
গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্রাম পুলিশ আবুল কালাম মৃধার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের শতাধিক নারী-পুরুষ। পরে গ্রামবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ দেওয়া হয়। জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে গ্রামবাসীকে আশ্বস্ত করেন।
মানববন্ধন চলাকালে গ্রামবাসী জানায়, গ্রাম পুলিশ আবুল কালাম মৃধার অত্যাচারে ও নির্যাতনে এলাকার সাধারণ মানুষ বসবাস করতে পারছে না। তাঁর অত্যাচারের প্রতিবাদ জানালে পুলিশও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।