গণধর্ষণের ঘটনায় পটুয়াখালীতে মানববন্ধন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/18/photo-1466241328.jpg)
বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে ট্রলারে সংখ্যালঘু পরিবারের মা ও মেয়েকে গণধর্ষণের ঘটনায় আজ পটুয়াখালীতে মানববন্ধন হয়েছে। ছবি : এনটিভি
পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে ট্রলারে সংখ্যালঘু পরিবারের মা ও মেয়েকে গণধর্ষণের ঘটনায় মানববন্ধন হয়েছে।
আজ শনিবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের পটুয়াখালী জেলা শাখা।
পটুয়াখালী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ছাত্র যুবঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সঞ্জয় কুমার খাসকেল সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জেলা শাখার সভাপতি নির্মল কুমার দাসগুপ্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতিমণ্ডলীর সভাপতি স্বপন ব্যানার্জি, সাংগঠনিক সম্পাদক বাদল হালদার, প্রচার সম্পাদক অ্যাডভোকেট সুব্রত শীল, ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অশোক দাস প্রমুখ।