দুর্যোগ প্রস্তুতি নিয়ে কুড়িগ্রামে কর্মশালা শুরু
কুড়িগ্রামে ‘দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি মোকাবিলায় নারীর অংশগ্রহণ’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম আজাদ।
জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাওসার পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, নীলফামারী জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার বেগম, গাইবান্ধা জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশু। এ জন্য নারী ও শিশুদের রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা।
তিনদিনের এই কর্মশালায় দুর্যোগ চলাকালীন নারীদের সমস্যা লাঘবে বিভিন্ন সংস্থার পদক্ষেপ, দুর্যোগ ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ, বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশন এবং রোগবালাই ব্যবস্থাপনা, খাদ্য-নিরাপত্তা মজুদ, বিতরণ, শস্য সংরক্ষণ, গবাদি পশুর যত্ন, দুর্যোগে স্বাস্থ্য ও পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা এবং সামাজিক নিরাপত্তা বিষয়ের ওপর আলোচনা করা হবে।
কর্মশালায় বিভিন্ন বেসকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নারী কাউন্সিলররা অংশ নিয়েছেন।