নারায়ণগঞ্জে বাসে পেট্রলবোমা নিক্ষেপ, আটক ১
নারায়ণগঞ্জ শহরে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেলে শহরের ডন চেম্বার এলাকায় বাসটিতে তিন-চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে যাত্রীরা আগেই নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় ইউসুফ হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক ইউসুফ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে দাবি করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেল ৪টার দিকে শহরের ডন চেম্বার এলাকায় ১০-১২ যুবক আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের গতি রোধ করে। এ সময় দুর্বৃত্তরা লাঠিসোটা দিয়ে যাত্রীবাহী বাসটির কাচ ভাঙচুর শুরু করলে যাত্রীরা ভয়ে নেমে যায়। একপর্যায়ে তারা তিন-চারটি পেট্রলবোমা মেরে বাসে আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের এনটিভি অনলাইনকে জানান, বাসে আগুন দেওয়ার ঘটনায় হাতেনাতে শিবিরের এক কর্মীকে আটক করা হয়েছে।