আ.লীগ নেতার মুক্তির দাবিতে বান্দরবানে ধর্মঘট চলছে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/19/photo-1466312916.jpg)
অপহৃত নেতার মুক্তির দাবিতে বান্দরবানে আওয়ামী লীগের ডাকে অনির্দিষ্টকালের সড়ক ও নৌপথে অবরোধ কর্মসূচি চলছে। আজ রোববার সকাল ৬টা থেকে ফের এ অবরোধ শুরু হয়।
গতকাল শনিবার সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর নতুন করে অবরোধের ডাক দেন। অবরোধের আওতায় রয়েছে সদর উপজেলার রাজবিলা ও কুহালং ইউনিয়ন এবং রুমা, থানচি, রোয়াংছড়ি উপজেলা।
সকাল থেকেই জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা তিন উপজেলার সড়কের প্রবেশমুখ ও বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
অবরোধের কারণে তিন উপজেলাসহ অভ্যন্তরীণ পাঁচটি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।
আওয়ামী লীগ জানায়, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ১৩ জুন রাতে জেলার জামছড়ি পাড়া থেকে বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মংপু মারমাকে অপহরণ করে নিয়ে যায় জনসংহতি সমিতির (জেএসএস) কর্মীরা।
এ ঘটনার প্রতিবাদে গত বুধ ও বৃহস্পতিবার বান্দরবানে সড়ক ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ।