জঙ্গি ধুয়া তুলে পশ্চিমারা বাংলাদেশে ঘাঁটি করতে চায়

জঙ্গি ধুয়া তুলে পশ্চিমারা বাংলাদেশে তাদের ঘাঁটি করতে চায় বলে মন্তব্য করেছেন পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনিরুজ্জামান। তিনি বলেন, মার্কিনিরা পাকিস্তান ও আফগানিস্তানের মতো সেনাঘাঁটি বসানোর লক্ষ্যেই তারা পরিকল্পিতভাবে জামায়াত-শিবিরের সহযোগিতায় গুপ্ত হত্যা করে দেশে জঙ্গিবাদ প্রমাণ করতে চায়। কিন্তু বাংলার জনগণ তা কখনোই মানবে না। বরং তারা গণপ্রতিরোধ করে সব ষড়যন্ত্র রুখে দেবে।
আজ শনিবার দুপুরে মাগুরা শহরের ভায়না মোড়ে মাগুরা জেলা পুলিশ আয়োজিত গুপ্তহত্যা ও জঙ্গিবাদ প্রতিরোধে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি এসব কথা বলেন।
মাগুরার পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তারিকের পরিচালনায় সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, জেলা প্রশাসক মুহা. মাহবুবর রহমান, ঝিনাইদহের পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু ও পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।
সভা শেষে ডিআইজি মাগুরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের হাতে জঙ্গি ও গুপ্তহত্যা প্রতিরোধে বাঁশের লাঠি ও বাঁশি বিতরণ করেন।
এ ছাড়া সকালে ডিআইজি মাগুরা ভায়না মোড়, মীরপাড়া, মঘির ঢাল, আড়পাড়া ও সীমাখালীতে পৃথক পাঁচটি পুলিশ বক্স উদ্বোধন করেন।