সাভারে মাছের আড়তে অভিযান, বিপুল জাটকা জব্দ
রাজধানীর উপকণ্ঠ সাভারের ফুলবাড়িয়ায় মাছের আড়তে অভিযান চালিয়ে ২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে জাটকাগুলো জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকালে ফুলবাড়িয়া বাজারে প্রচুর পরিমাণ জাটকা বিক্রির খবর পান সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্লা। তিনি উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. সলিমুল্লাহকে অভিযান চালাতে বলেন। পরে তাঁর নির্দেশে ফুলবাড়িয়া মৎস্য আড়তে অভিযান চালানো হয়। এ সময় আদালতের উপস্থিতি টের পেয়ে মাছ বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের পর জব্দ করা মাছগুলো কয়েকটি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. সলিমুল্লাহ বলেন, জাটকা বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা চালানো হবে। আগামী জুন মাস পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

জাহিদুর রহমান