জাতিসংঘ ও ইইউর সমালোচনা নৌমন্ত্রীর
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/10/photo-1428650039.jpg)
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত করার আহ্বান জানানোয় জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তীব্র সমালোচনা করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।
আজ শুক্রবার সকালে মাদারীপুর ইকো পার্কের নির্মাণকাজের অগ্রগতি দেখতে গিয়ে মন্ত্রী এ সমালোচনা করেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘বিএনপিও ফাঁসির রায় নিয়ে কোনো কথা বলেনি। তবে কোন স্বার্থে বিদেশিরা এসব কথা বলেন? আমাদের দেশের বিচার হবে আমার দেশের আইন অনুসারে। তাদের কথায় হবে না।’
শাজাহান খান বলেছেন, সড়ক-মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে প্রায়ই ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনা কমাতে এ বছরই ২০০ বাঁক সোজা করা হবে।
‘সড়ক দুর্ঘটনা অনেক কারণে হয়ে থাকে। অপ্রশস্ত রাস্তা, চালকদের অসচেতনতা, গাড়ির ত্রুটিসহ নানা কারণ থাকতে পারে। ভাঙ্গায় (ফরিদপুর) দুর্ঘটনার পেছনে ড্রাইভার ডাকাতদের কারণ বলছে, যাত্রীরা চালককে দুষছেন। এখন দুটি তদন্ত কমিটি করা হয়েছে। তারাই সত্য উদযাটন করবে। তবে সড়ক-মহাসড়কে যেসব বাঁক রয়েছে, সেগুলো সোজা করে বিভাজক (ডিভাইডার) নির্মাণের জন্য একটি বরাদ্দ পেয়েছি। শিগগিরই সেই বরাদ্দ দিয়ে বাঁকগুলো সোজা করা হবে,’ যোগ করেন মন্ত্রী।
জেলার গ্রইন এলাকায় ইকো পার্কটি পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক (ডিসি) জি এস এম জাফর উল্লাহ, পুলিশ সুপার (এসপি) খোন্দকার ফরিদুল ইসলাম, মুক্তিযুদ্ধ কমান্ডের কমান্ডার শাহজাহান হাওলাদার। পরে মন্ত্রী মাদারীপুরের বেশ কিছু উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।