লালমনিরহাটে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/05/photo-1467701132.jpg)
লালমনিরহাটের কালীগঞ্জে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জদু লাল (৫৫), তাঁর স্ত্রী রিনা বালা (৪৫) ও রঞ্জন কুমার (৩৬)। তাঁরা সবাই হরিজন সম্প্রদায়ের।
জদু-রিনা দম্পতির বাড়ি কালীগঞ্জের কাশিরাম গ্রামে। রঞ্জন রিনা বালার ভাই। তাঁর বাড়ি জয়পুরহাটে।
জদু লালের বড় ছেলে লিটন জানান, তাঁর ছোট ভাই রাজুর বিয়ে ছিল গত ১ জুলাই, শুক্রবার। সে উপলক্ষে আত্মীয়স্বজন তাঁদের বাড়িতে আসেন। বিয়ে উপলক্ষে গতকাল সোমবার রাতে তাঁর মা-বাবা ও মামা মদ খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে আজ ভোরে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে যাওয়ার আগেই তাঁর মা ও মামা বাড়িতে মারা যান। পরে জদু লালকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জদু লাল স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন বলেও জানান লিটন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।