নিহত ৫ সন্ত্রাসী ও অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/05/photo-1467699451.jpg)
রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় গুলশান থানায় একটি মামলা করা হয়েছে।
গতকাল সোমবার রাতে সন্ত্রাস দমন আইনে মামলাটি করা হয়।
পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিহত পাঁচ হামলাকারীসহ মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। ওই ঘটনায় আরো কয়েকটি মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, আজ মঙ্গলবার সকালে গুলশানে হামলাস্থল পরিদর্শন করেছেন ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিও জিরো, ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে।
ওই দিন রাতে উদ্ধার অভিযানের সময় বন্দুকধারীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরদিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী। এ নিয়ে হামলার পর ২৮ জন নিহত হয়।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে। সংগঠনটির মুখপাত্র আমাক হামলাকারীদের ছবি প্রকাশ করে বলে জানায় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স।