গুলশান হামলা
নিহতদের স্মরণে ১২ জুলাই বিএনপির শোক
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি
গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ১২ জুলাই শোক পালন করবে বিএনপি। আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেন, ‘সন্ত্রাস, উগ্রবাদ প্রতিরোধ ও সন্ত্রাসী কর্তৃক নিহতদের স্মরণে ১২ জুলাই, মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হবে। মহানগর ও জেলা পর্যায়ে শোকসভা এবং শোক মিছিল আয়োজন করা হবে।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিতে ক্ষমতাসীন দলের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘এখন সময় কাদা ছোড়াছুড়ির না, এখন সময় দলাদলির না। দল-মত নির্বিশেষে খালেদা জিয়া যে আহ্বান করেছেন, সে আহ্বানে সাড়া দিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলাটাই সবচেয়ে বড় দায়িত্ব বলে আমরা মনে করি। এ উদ্যোগ তাঁদেরকেই নিতে হবে। তাঁরা সরকারে রয়েছেন, দায়িত্ব তাঁদের।’

নিজস্ব প্রতিবেদক