টানা বর্ষণে বান্দরবান-রাঙামাটিতে সড়ক যোগাযোগ বন্ধ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/05/photo-1467705589.jpg)
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আর এতে বালাঘাটায় বেইলি ব্রিজ তলিয়ে যাওয়ায় গত রোববার সকাল থেকে বান্দরবানের সঙ্গে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
প্রশাসন ও স্থানীয়রা জানায়, গত কয়েক দিনের টানা বর্ষণে বান্দরবানের আমীপাড়া, শেরেবাংলানগর, ইসলামপুর, মেম্বারপাড়া, বালাঘাটাসহ আশপাশের এলাকাগুলোতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যাদুর্গত কয়েক শতাধিক মানুষ জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে।
এদিকে ভারি ও পাহাড়ি ঢলে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে পাহাড়ধসের ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বলেন, পাহাড়ধসের ঝুঁকিতে বসবাসকারী লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে। প্লাবিত নিম্নাঞ্চলের মানুষ ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খোলা আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছে।