চর শোলাকিয়া থেকে চায়নিজ কুড়াল, চাপাতি উদ্ধার

কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা ও বন্দুকযুদ্ধের ঘটনাস্থলের কাছ থেকে তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়সংলগ্ন চর শোলাকিয়া এলাকার একটি পুকুর থেকে দুটি চায়নিজ কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক রাজীব কুমার দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্র গতকাল সংঘর্ষের সময় জঙ্গিদের ব্যবহৃত হয়ে থাকতে পারে।
র্যাব অধিনায়ক আরো বলেন, এর আগে গতকাল সংঘর্ষে আটক জঙ্গি শফিউল ইসলাম ওরফে আবু মোকাদ্দেলকে (২৮) আটকের সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের অদূরে পুলিশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় দুই পুলিশসহ চারজন নিহত হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করেছে পুলিশ।