রাজবাড়ীতে চালক ছাড়াই ট্রেন চলল ২৬ কিমি!
রাজবাড়ীতে চালক ছাড়াই উল্টো পথে চলল ট্রেন। আজ রোববার সকালে রাজবাড়ী-কুষ্টিয়া রেলরুটে এ ঘটনা ঘটে। যাত্রীবাহী ট্রেনটি চালক ও গার্ড ছাড়াই ব্যাক গিয়ারে পড়ে ২৬ কিলোমিটার পথ অতিক্রম করে।
রাজবাড়ী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার ঘোষ বলেন, ৮৩ নম্বর আপ ট্রেনটি সকাল ৮টা ১০ মিনিটে রাজবাড়ী থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। এর আগেই চালক ট্রেনের ইঞ্জিন চালু করে নিচে চা খেতে নামেন। এ সময় হঠাৎ ট্রেনটি ফরিদপুরের দিকে না গিয়ে পেছনে কুষ্টিয়ার দিকে চলতে শুরু করে। এভাবে সূর্যনগর, বেলগাছী, কালুখালী ও পাংশা—এই চার স্টেশন পার হয়ে যায়।
রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার কামরুজ্জামান বলেন, ট্রেন পেছনের দিকে যাওয়ার বিষয়টি টের পেয়ে টিকিট চেকার আনোয়ার হোসেন বগির কট খুলে দিলে ট্রেনটি থেমে যায়।
স্টেশন মাস্টার জানান, ট্রেনটি উদ্ধার করে রাজবাড়ীতে ফিরিয়ে আনা হচ্ছে। এ ঘটনায় রেলওয়ে পাকশী বিভাগ তাৎক্ষণিকভাবে ট্রেনচালক মোহাম্মদ আলী ও গার্ড সুভাষ চন্দ্র সরকারকে সাময়িক বরখাস্ত করেছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, বিষয়টি তদন্ত করে দেখতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।