মাগুরায় মন্দিরে হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদার

মাগুরা শহরের নতুন বাজার কালীমন্দিরে জঙ্গিদের অনুপ্রবেশ ও হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সন্দেহভাজন চার যুবককে মন্দিরের আশপাশে ঘোরাফেরা করতে দেখেন পূজারিরা। পরে বিষয়টি জেলা প্রশাসককে জানালে কর্তৃপক্ষ শহরের সবকটি মন্দির ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে।
মাগুরা পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসান উল্লাহ জানান, গতকাল সন্ধ্যায় সন্দেহভাজন চার যুবক রিকশাযোগে মাগুরা কালীমন্দিরের সামনে নামে। পরে তিনজন গেটের বাইরে অবস্থান নেয়। মুখে ছোট দাড়ি পাঞ্জাবি পরা অপর যুবক হাতে ছোট ব্যাগ নিয়ে মন্দিরে প্রবেশ করে পুরোহিতকে খুঁজতে থাকে। এ সময় মন্দিরে উপস্থিত পূজারিরা সন্দেহভাজন ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে সে তাবিজ নেওয়ার জন্য সেখান গেছে বলে তাদের জানিয়ে সটকে পড়ে।
এ ঘটনার পর মন্দিরে স্থাপিত ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে মাগুরা পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন মন্দিরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।