সিরাজগঞ্জে একটি কলেজ সরকারীকরণের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় হাজি ওয়াহেদ-মরিয়ম কলেজকে সরকারীকরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় ঢাকা-বগুড়া মহাসড়কে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন কলেজটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবু বকার সিদ্দীক। এই মানববন্ধনকে কেন্দ্র করে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
এ সময় বক্তারা বলেন, ১৯৯৬ সালে এই কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলেজটি সরকারীকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সম্প্রতি সরকারীকরণের জন্য যে ১৯৯টি কলেজের তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে এই কলেজের নাম অন্তর্ভুক্তির জোর দাবি জানান বক্তারা। তা না হলে আগামীতে আমরণ অনশনসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।