ভাসানটেক বালুর মাঠ থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/04/photo-1423043717.jpg)
রাজধানীর ভাসানটেক বালুর মাঠ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে ভাসানটেক থানার পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোজাম্মেল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহের শরীরে পাঁচটি বুলেটের চিহ্ন পাওয়া গেছে।
আনুমানিক ৩০ বছর বয়সী এই ব্যক্তির পরনে ছিল সাদা জ্যাকেট, চেক শার্ট ও নীল জিন্সের প্যান্ট। লাশটি ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। তবে এখন পর্যন্ত লাশ শনাক্ত করতে কেউ আসেনি।