কুষ্টিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
কুষ্টিয়ার দৌলতপুর থেকে আমেরিকার তৈরি একটি অত্যাধুনিক পিস্তল ও ম্যাগাজিনসহ হোসেন আলী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুরের খলিশাকুণ্ডি বাসস্ট্যান্ড থেকে হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোসেন আলীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
হোসেন আলী মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা। দৌলতপুর থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া