মাদারীপুরে তিন হিযবুত তাহরীর সদস্য পাঁচ দিন করে রিমান্ডে
মাদারীপুরে গ্রেপ্তার হওয়া হিযবুত তাহরীরের তিন সদস্যের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে শুনানি শেষে মুখ্য বিচারিক হাকিমের আদালতের বিচারক মো. জাকির হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত বৃহস্পতিবার মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রাম থেকে জিহাদি বইসহ বহিরাগত তিন যুবককে আটক করেন সদর থানার উপপরিদর্শক মুরাদ হোসেন। পরদিন শুক্রবার সদর থানায় তিন যুবকের বিরুদ্ধে মামলা করা হয়।
গ্রেপ্তার হওয়া তিন যুবক হলেন—শরীয়তপুরের জাজিরার নাওটানা গ্রামের জাহিদুল ইসলাম (২৩), চাঁদপুরের হাজীগঞ্জের মুকুন্দসার গ্রামের আব্বাস উদ্দিন (২৭) ও কিশোরগঞ্জের তাড়াইলের সেকেন্দার নগরের আবদুল্লাহ আল আহাদ (১৮)।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ জানান, তিন যুবককে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।