নাশকতার মামলায় ২ ইউপি চেয়ারম্যান কারাগারে
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নুরুল হক তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
দুই ইউপি চেয়ারম্যান হলেন বাইশারী ইউনিয়নের মো. আলম কোম্পানি এবং দৌছড়ি ইউনিয়নের মো. ইমরান।
আদালত সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বিছামারা এলাকায় নাশকতার অভিযোগে এই দুই চেয়ারম্যানসহ ৬৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন। এর পরিপ্রেক্ষিতে আজ তাঁরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোট পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিম মজুমদার জানান, নাশকতার মামলায় আদালত দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের নির্দেশনা মোতাবেক আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।