বাঘের থাবায় যুবকের হাত বিচ্ছিন্ন
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘের কামড়ে এক দর্শনার্থীর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত দর্শনার্থী নাম অংকন (২৬)। তাৎক্ষণিকভাবে তাঁর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। গত মঙ্গলবার দুপুরে সাফারি পার্কের টাইগার জোনে এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা শিবু প্রসাদ ভট্টাচার্য ও অন্য কর্মকর্তা কৃষ্ণ কমল মজুমদার জানান, মঙ্গলবার অংকন নামের এক যুবক সাফারি পার্কে বেড়াতে আসেন। দুপুর দেড়টার দিকে অংকন পার্কে বাঘের এলাকা ‘টাইগার এরিয়া’তে রেস্তোরাঁর পাশের সীমানাপ্রাচীরের ওপর ওঠেন। সেখানে তিনি নেটের ফাঁকে হাত ঢুকিয়ে দূরে থাকা একটি বাঘকে ডাকতে থাকেন। এ সময় সীমানাপ্রাচীরের অপর প্রান্তে থাকা অন্য একটি বাঘ অংকনের বাঁ হাত কামড়ে ধরে। বিষয়টি টের পেয়ে আশপাশে থাকা অন্যান্য দর্শনার্থীরা অংকনকে টেনে ধরেন। একপর্যায়ে বাঘের কামড়ে অংকনের বাঁ হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন অংশটি নিয়ে বাঘ চলে যায়। আশপাশের লোকজন অংকনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।