জলাবদ্ধতা জলজটে নামিয়ে এনেছি : মনজুর
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত উন্নয়ন আন্দোলন প্রার্থী মোহাম্মদ মনজুর আলম বলেছেন, চট্টগ্রামে জলাবদ্ধতা ছিল। বিগত পাঁচ বছর ৪১টি ওয়ার্ডে কাজ করে জলাবদ্ধতা থেকে জলজটে নামিয়ে এনেছি। ভবিষ্যতে চট্টগ্রামে জলজটও থাকবে না। নগরীর কোথাও গলা পরিমাণ পানি হয়নি উল্লেখ করে চট্টগ্রামে ভবিষ্যতে ও গলা পরিমাণ পানি হবে না বলে মন্তব্য করেন তিনি।
আজ বুধবার সকালে নিজ এলাকা কাট্টলীতে নির্বাচনী প্রচারের সময় মোহাম্মদ মনজুর আলম এনটিভি অনলাইনকে এসব কথা বলেন।
মনজুর আলম বলেন, ‘রাস্তায় নেমেছি ভোট ভিক্ষা করতে। আমি ভোটের কথা বলব। আরেকজনের বিরুদ্ধে কথা বলে পার পাব না। নগরবাসী অন্যের বিরুদ্ধে কথা বলাকে ভালো চোখে দেখে না।’
একই সময়ে পাহাড়তলী ও ফয়স লেক এলাকায় প্রচার চালান আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন।
আ জ ম নাছির এনটিভি অনলাইনকে বলেন, ‘গত পাঁচ বছরে চট্টগ্রামের উন্নয়নে বিদায়ী মেয়র কোনো ভূমিকা রাখেননি। তিনি চরমভাবে ব্যর্থ হয়েছেন। যে জলাবদ্ধতা দূর করার অঙ্গীকার নিয়ে মনজুর আলম মেয়র নির্বাচিত হয়েছেন, তা আরো প্রকট আকার ধারণ করেছে।’
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ঘুরছে ভোটারদের কাছে। অলিগলি পথ মাড়িয়ে প্রার্থীরা দোয়া চাওয়ার পাশাপাশি নগর উন্নয়নে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন।
নির্বাচনী প্রচার বৃদ্ধির সঙ্গে সঙ্গে আচরণবিধি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নজরদারি জোরদার করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী মুজিবুল হক তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আজ বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের নগরগুলোর মতো চট্টগ্রাম নগরী সাজাতে ৩১ দফা ঘোষণা করেন এই মেয়র পদপ্রার্থী।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম