জামায়াতের কেন্দ্রীয় নেতা মজিবুর আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/04/photo-1423048959.jpg)
রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকা থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা কে এম মজিবুর রহমানকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা ৩টার দিকে তাঁকে আটক করা হয়। একই সময় উজ্জ্বল নামের যুবদলের এক নেতাকেও আটক করে পুলিশ। তাঁর কাছে তিনটি ককটেল পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) পলাশ জানান, জামায়াত নেতা কে এম মজিবুর রহমানকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে। যুবদল নেতা উজ্জ্বলকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে বোমা ও ককটেল হামলাসহ বিভিন্ন ধরনের নাশকতার অভিযোগ রয়েছে।