জঙ্গিবাদ নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক আইজিপির
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, জঙ্গিবাদ নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দেশের জনগণের সহযোগিতা পেলে জঙ্গিবাদ-সন্ত্রাস নির্মূল আইনশৃঙ্খলা বাহিনীর জন্য সহজ হবে।
আজ শনিবার দুপুরে বান্দরবানের নীলগিরি সড়কের মিলনছড়ি চেকপোস্ট পয়েন্টে মিলনছড়ি পুলিশ রিসোর্টের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আইজিপি গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।
এ সময় পুলিশ মহাপরিদর্শক দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটা কমেছে। দেশে জঙ্গি আছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তাদের অনেকে গ্রেপ্তার হয়েছে। অনেকে ক্রসফায়ারে মারা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো ভূমিকায় জঙ্গিবাদ দাবিয়ে রাখা সম্ভব হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে চট্টগ্রামের পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারেকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ কে এম শহীদুল হক আরো বলেন, পাহাড়ের চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজির খবর পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান, তারা অভিযান চালাবে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সকালে সড়কপথে পুলিশ মহাপরিদর্শক রাঙামাটি থেকে বান্দরবান এসে পৌঁছান। এ সময় জেলা পুলিশ লাইন পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের খোঁজখবর নেন। পরে নীলগিরি সড়কে মিলনছড়ি পুলিশ রিসোর্টের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ছাড়া আইজিপি বান্দরবানের পর্যটন স্পট নীলগিরিসহ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখেন। বিকেলে বান্দরবান থেকে কক্সবাজারে যাবেন আইজিপি।